ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢাবিতে মারধরের শিকার সহকারী প্রক্টর, হাসপাতালে ভর্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
ঢাবিতে মারধরের শিকার সহকারী প্রক্টর, হাসপাতালে ভর্তি

ঢাকা: কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মারধরে ঢাকা বিশ্ববিদ্যালয়   সহকারী প্রক্টর ডা. আব্দুল মুহিত আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে শহীদ মিনারের সামনে সড়কে এ ঘটনা ঘটে।

সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে আসা লোকজন সাংবাদিকদের বলেন, স্যার গিয়েছিলেন কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বোঝানোর জন্য। তখন শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে বলতে থাকে, ‘গতকালকে যে আমাদের ছাত্রলীগ পেটাল, তখন আপনারা কোথায় ছিলে। ’ এই বলেই স্যারকে মারধর করে লাঠি-পেটাও করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।  

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, রাজধানীর বিভিন্ন জায়গায় থেকে আহত হয়ে শিক্ষার্থীরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।