ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কমপ্লিট শাটডাউন: ফরিদপুরে পুলিশের গাড়ি ভাঙচুর, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
কমপ্লিট শাটডাউন: ফরিদপুরে পুলিশের গাড়ি ভাঙচুর, আটক ২

ফরিদপুর: ‘কমপ্লিট শাটডাউন’ পালনের সময় কোটা সংস্কার আন্দোলনকারীদের ইটের আঘাতে ডিবি পুলিশের গাড়ির গ্লাস ভেঙে ফেলা হয়েছে। এ সময় গ্লাস ভাঙার অভিযোগে দুই কোটা সংস্কার আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে ফরিদপুর শহরের স্টেশন বাজারে ডিবি পুলিশের এ গাড়ির গ্লাস ভাঙা হয়।

আটকরা হলেন- ফরিদপুরের সরকারি ইয়াসিন কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী গাজী মাশফিউজ্জান (১৭) ও জেলার আলফাডাঙ্গার বেলবালা এলাকার মো. সাফায়েত হোসেন (১৯)।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম এসব তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।