ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে আইন-শৃঙ্খলা বাহিনীর ২১ সদস্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে আইন-শৃঙ্খলা বাহিনীর ২১ সদস্য ছবি: ডি এইচ বাদল

ঢাকা: ঢাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ২১ সদস্য আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে।

এদের মধ্যে অধিকাংশের অবস্থা গুরুতর।

এক পুলিশ সদস্যকে আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মাথায় বড় আঘাত পেয়েছেন৷

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) শেখ মো. রেজাউল হায়দার বলেন, গতকাল হাসপাতালে অনেকে এসেছেন তার মধ্যে পাঁচজন ভর্তি রয়েছেন। আর আজ বিভিন্ন জায়গায় আহত হয়ে আমাদের পুলিশ হাসপাতালে ভর্তি রয়েছেন ২১ জন। তাদের কারো মাথা ফেটে গেছে, কারো হাত, পিঠে থেতলানোসহ অধিকাংশরাই এখানে শারীরিক ইনজুরি নিয়ে দীর্ঘদিন ভর্তি থাকার মতো অবস্থা নিয়ে এসেছেন। এদের মধ্যে একজনের অবস্থা অধিক গুরুতর হওয়ায় তাকে আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪

পিএম/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।