ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গ্রেপ্তারদের যথাযথ প্রক্রিয়ায় বিচার নিশ্চিতের আহ্বান কানাডার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৪
গ্রেপ্তারদের যথাযথ প্রক্রিয়ায় বিচার নিশ্চিতের আহ্বান কানাডার

ঢাকা: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে গ্রেপ্তার সবার যথাযথ প্রক্রিয়ায় বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছে কানাডা। একই সঙ্গে এই দুঃখজনক ঘটনার জন্য দায়ীদের জবাবদিহিরও আহ্বান জানিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকার কানাডা হাইকমিশন এক বিবৃতিতে এ আহ্বান জানায়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত সপ্তাহে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন বাংলাদেশের জনগণ যে সহিংসতার শিকার হয়েছে তাতে আমরা শোকাহত।  বাক ও সমাবেশের স্বাধীনতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ইন্টারনেট পরিষেবাগুলিকে দেরি না করে সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করার আহ্বান জানাই,  যাতে লোকেরা গুরুত্বপূর্ণ তথ্যে প্রবেশ করতে পারে। কানাডা এবং বিশ্বব্যাপী তাদের প্রিয়জনের সাথে যেন সংযোগ করতে পারে।

বিবৃতিতে কানাডা আরও বলেছে, আমরা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখব।

বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৪
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।