ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১৬ কোটি টাকার সাপের বিষ জব্দ করল বিজিবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৪
১৬ কোটি টাকার সাপের বিষ জব্দ করল বিজিবি

জয়পুরহাট: ভারতে পাচারের চেষ্টাকালে মালিক বিহীন অবস্থায় দুই কেজি ৪৬৬ গ্রাম সাপের বিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জয়পুরহাট ব্যাটালিয়নের সদস্যরা। যার আনুমানিক মূল্য ১৬ কোটি টাকা

শুক্রবার (২৭ জুলাই) রাতে বিজিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে বিরামপুরের সীমান্তসংলগ্ন দামোদরপুর এলাকা থেকে সাপের বিষ জব্দ করা হয়।

বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধীনস্থ ঘাসুরিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আনিছুর রহমান টহল দিচ্ছিলেন। এ সময় সন্দেহজনক কিছু চোখে পড়লে সীমান্ত পিলার থেকে আনুমানিক ২০০ গজ দূরত্বে দক্ষিণ দামোদরপুরে অভিযান চালানো হয়। পরে সেখানে দুটি কাচের জারে দুই কেজি ৪৬৬ গ্রাম ওজনের সাপের বিষ জব্দ করা হয়। জব্দ করা সাপের বিষের আনুমানিক মূল্যে ১৬ কোটি ২ লাখ ৯০ হাজার টাকা।  

ধারণা করা হচ্ছে, ভারতে পাচার করার জন্য এসব বিষ রেখে যাওয়া হয়েছিল। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।