ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতসকালে হাঁটতে গিয়ে ট্রাকচাপায় গৃহবধূ নিহত

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৪
সাতসকালে হাঁটতে গিয়ে ট্রাকচাপায় গৃহবধূ নিহত

ফরিদপুর: ফরিদপুরে সাতসকালে হাঁটতে গিয়ে ট্রাকচাপায় সুফলা দাস (৩৩) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।

শনিবার (২৭ জুলাই) সকাল ৮টার দিকে ফরিদপুর শহরের মামুদপুর বিসমিল্লাহ শাহ দরগা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুফলা জেলা শহরের দেওড়া এলাকার গৌতম দাসের স্ত্রী।

নিহতের স্বামী গৌতম দাস জানান, তার স্ত্রীর ডায়াবেটিক থাকায় তিনি প্রতিদিন সকালে হাঁটতে বের হতেন। আজ সকালেও হাঁটতে বের হলে বিসমিল্লাহ শাহ দরগার সামনে একটি ট্রাক পেছন থেকে তার স্ত্রীকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।