ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
সিলেটে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ছবি: প্রতীকী

সিলেট: সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জে আম্বিয়া বেগম (২৭) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।  

শনিবার (২ নভেম্বর) দুপুরে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

 

নিহত আম্বিয়া উপজেলার বতুমারা গ্রামের কালা মিয়ার স্ত্রী ও বিজয়পাড়ুয়া গ্রামের মৃত মাসুক মিয়ার মেয়ে।  

শ্বশুরবাড়ির লোকজন এ মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করলেও তার বাবা-মায়ের দাবি তাদের মেয়েকে হত্যা করা হয়েছে।  

অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই নারী রোকসান (২৩) ও আয়শা বেগম (২৫)-কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।  

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়েব আল মাহমুদ আদনান জানান, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্বের বিষয়টি প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে আম্বিয়ার শরীরে আঘাতের কোনো চিহ্ন মেলেনি। তার মৃত্যু রহস্যজনক।

তিনি আরও জানান, এ ঘটনায় দুই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ এ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করেছে।  

বাংলাদেশ সময়: ২৩০৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৪
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।