ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে একটি বাসায় অস্ত্র-গোলাবারুদসহ একটি সন্ত্রাসী আস্তানার সন্ধান পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
শনিবার (২৭ জুলাই) গোয়েন্দা নজরদারির ভিত্তিতে রাজধানীর ধানমন্ডি সাতমসজিদ রোড সংলগ্ন ৫/এ ভবনে ওই আস্তানার সন্ধান পায় সিটিটিসি।
অভিযান শেষে সিটিটিসির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিশুক চাকমা বলেন, বাসাটি ছিলো জামায়াতের নেতা-কর্মীদের। আমরা ধানমন্ডি থেকে শিবিরের সাবেক সভাপতি রাশেদুল ইসলামসহ তিন জনকে আটক করি। তাদের দেওয়া তথ্য থেকে এই বাসার সন্ধান পাওয়া যায়।
অভিযানে কিছু দেশীয় অস্ত্র পাওয়া গেছে। যার মধ্যে রয়েছে চাপাতি, রড ছুরি ও লাঠি। এছাড়া আস্তানাটি থেকে ১১ টি কটেল জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা,জুলাই ২৭, ২০২৪
পিএম/এমএম