ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩১, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দাফনের ১০ দিন পর কবর থেকে  পুলিশ কর্মকর্তার মরদেহ উত্তোলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
দাফনের ১০ দিন পর কবর থেকে  পুলিশ কর্মকর্তার মরদেহ উত্তোলন

ময়মনসিংহ: দাফনের ১০দিন পর নিহত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক (ওসি) মাসুদ পারভেজ ভুঁইয়া মাসুদের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, পিবিআইয়ের একটি টিম কবর থেকে ওই পুলিশ কর্মকর্তার মরদেহ উত্তোলন করে। এসময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।  

এর আগে কোটা সংস্কার আন্দোলনে গত ১৯ জুলাই রাজধানীর বনশ্রী এলাকায় নিহত হন ওসি মাসুদ। এ ঘটনার একদিন পর গত ২০ জুলাই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী কালান্দর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মাসুদ ওই গ্রামের মৃত আবদুল জব্বার ভূঁইয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জ পিবিআইয়ে পরিদর্শক হিসাবে কর্মরত ছিলেন।  

নিহত পুলিশ কর্মকর্তার স্ত্রী মেরিনা আক্তার জানান, কোটা সংস্কার আন্দোলনের সময় বিক্ষোভকারীরা নারায়ণগঞ্জে পিবিআই কার্যালয় পুড়িয়ে দিলে তার স্বামী বনশ্রী এলাকায় তাদের বাসায় চলে আসেন। এরপর ১৯ জুলাই মাগরিবের নামাজের পর তিনি বাসা থেকে বের হন। পরে স্বামীর মুঠোফোন থেকে অপরিচিত এক ব্যক্তির ফোনে জানতে পারি আমার স্বামী রাস্তায় হামলার শিকার হয়েছেন। পরে তাকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় তিনি বাদী হয়ে রাজধানীর খিলগাঁও থানায় একটি মামলা করেছেন।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।