ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইউএই থেকে ইউরিয়া সার আমদানির চুক্তি স্বাক্ষরের নীতিগত অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
ইউএই থেকে ইউরিয়া সার আমদানির চুক্তি স্বাক্ষরের নীতিগত অনুমোদন

ঢাকা: জি টু জি চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফার্টিগ্লোব ডিসটিবিউশন লিমিটেড থেকে ২০২৪-২৫ অর্থবছরে ইউরিয়া সার আমদানির চুক্তি স্বাক্ষরের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (৩১ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনটি প্রস্তাব উপস্থাপিত হলে সবগুলোরই নীতিগত অনুমোদন দেওয়া হয়।

এর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জি টু জি চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিসটিবিউশন লিমিটেড থেকে ২০২৪-২৫ অর্থবছরে ইউরিয়া সার আমদানির চুক্তি স্বাক্ষরের বিষয়ে নীতিগত অনুমোনদ দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বৈঠকে অনুমোদিত অন্য দুইটি প্রস্তাব হলো- নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে খানপুর ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল (আইসিটি) নির্মাণ প্রকল্পটি পিপিপি তালিকা থেকে প্রত্যাহারের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি।

এছাড়া বিদ্যুৎ বিভাগের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন সংক্রান্ত প্রতিবেদন অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
জিসিজি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।