বরিশাল: বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বায়ক সুজয় শুভ, এম এইচ তমালসহ মোট ১২ জনকে হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পাশাপাশি ক্যাম্পাস ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে ছাত্র শিক্ষকদের সমন্বয়ে দেশব্যাপী ছাত্র হত্যা এবং শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে ছাত্র শিক্ষক সংহতি সভায় অংশগ্রহণ করতে আসার সময় পথে তাদের হেফাজতে নেয়া হয়।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, নিরাপত্তার দিক বিবেচনা করে ১২ জনকে হেফাজতে নেয়া হয়েছে। তারা সবাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ছাত্রলীগের কমিটি না থাকলেও ছাত্রলীগের একটি অংশ ক্যাম্পাসে অবস্থান নিয়েছে। কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সে কারণে তাদের অবস্থান বলে জানান তারা।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, আগস্ট ০১, ২০২৪
এমএস/এমএম