চাঁপাইনবাবগঞ্জ: পূর্ব ঘোষিত নয় দফাসহ আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে ‘ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচিতে পালন করেছেন আন্দোলনকারীরা।
শুক্রবার (২ আগস্ট) বিকেলে শান্তিমোড় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল শুরু হয়।
‘সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদ, জাতিসংঘের মাধ্যমে তদন্ত করে বিচার ও গ্রেপ্তার হওয়া সহপাঠিদেও দ্রুত মুক্তিসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।
বিকেল সাড়ে ৫টার দিকে শিক্ষার্থীরা চাঁপাই-সোনামসজিদ মহাসড়কের আরামবাগ এলাকায় রাস্তা অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে সোনামসজিদ থেকে ছেড়ে আসা বিভিন্ন পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবহন।
রাস্তা অবরোধ করে চাঁপাইনবাবগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম স্বমন্বয়ক সোহান জানান, ইন্টারনেট বন্ধ করে সব যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হলেও তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে। প্রয়োজনে চিঠির বিনিময়ে যোগাযোগ স্থাপন করে এ আন্দোলনকে চালিয়ে নেওয়া হবে। তবে আন্দোলনকারী সহপাঠীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। তৃতীয়পক্ষ যেন ঢুকে এ আন্দোলনকে নষ্ট করতে বা নাশকতা চালাতে না পারে এজন্য সহপাঠিদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। পরে পুলিশের অনুরোধে তারা তাদের কর্মসূচি সমাপ্ত করলে যানচলাচল স্বাভাবিক হয়। কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও অফলাইনে সব শ্রেণিপেশার মানুষকে উপস্থিত হবার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০২৪
এসআরএস