ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে বাবা-ছেলে নিহত

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৪
ধামরাইয়ে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে বাবা-ছেলে নিহত

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পিকআপ ভ্যানচালক।

শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কসমস এলাকায় আরিচামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মানিকগঞ্জের ঘিওর থানার কয়লা গ্রামের মো. মহিদুল (৪২) ও তার ছেলে আব্দুল্লাহ (১০)। আহত পিকআপ ভ্যানচালক বগুড়া জেলার মো. সাগর মিয়া (৩৫)। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।  

ধামরাই ফায়ার সার্ভিস জানায়, ফ্রিজ নিয়ে পিকআপ ভ্যানে করে গ্রামের বাড়ি মানিকগঞ্জে যাচ্ছিলেন বাবা-ছেলে। তারা ধামরাইয়ের কসমস এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপ ভ্যান থেকে বাবা-ছেলে রাস্তায় ছিটকে পড়েন। পরে পেছন থেকে আসা আরেকটি পরিবহনের চাপায় ঘটনাস্থলেই মারা যান বাবা। এ সময় পিকআপ ভ্যানচালক সিটে আটকা পড়লে ফায়ার সার্ভিস তাকে ও আব্দুল্লাহকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আইয়ুব আলী জানান, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।