ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ছাত্র-জনতার দখলে নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
ছাত্র-জনতার দখলে নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্ট

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে একদফা দাবিতে মহাসড়ক, সংযোগ সড়ক, ঢাকা নারায়ণগঞ্জ সড়কসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা।

রোববার (৪ আগস্ট) সকাল থেকে বিভিন্ন পয়েন্ট ঘুরে সড়কগুলোতে ছাত্র-জনতার শক্ত অবস্থান দেখা গেছে।

শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া শহীদ মিনারেও অবস্থান নিয়েছে ছাত্র-জনতা।

এদিকে বিভিন্ন স্থানে অবস্থান নেওয়ার পাশাপাশি খোলা থাকা কয়েকটি শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ছাত্র-জনতা এসব প্রতিষ্ঠান বন্ধ রেখে তাদের সাথে যোগ দিতে আহ্বান জানান। এতে ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেন মালিকরা।

সকাল থেকে বিভিন্ন বাসা বাড়ির মানুষদেরকেও দেখা যায়, বাড়ির নিচে ও ছাদে উঠে উৎসুকভাবে ছাত্র জনতার কার্যক্রম দেখছেন তারা।

তবে সকাল থেকে সড়ক মহাসড়কের কোথায় আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান চোখে পড়েনি।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
এমআরপি/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।