ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নিজ দেশের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে ভারত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
নিজ দেশের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে ভারত

ঢাকা: কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার প্রেক্ষিতে বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ভারত। রোববার (৪ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সামাজিক মাধ্যম ‘এক্স’ এ  দেওয়া পোস্টে ভারতের  সহকারী হাইকমিশন (এএইচসিআই) বলেছে, ‘ভারতীয় সহকারী হাইকমিশন, সিলেটের এখতিয়ারে বসবাসকারী শিক্ষার্থীসহ সব ভারতীয় নাগরিকের এ অফিসের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ’ জরুরি অবস্থার জন্য একটি হেল্পলাইন নম্বরও শেয়ার করা হয়েছে।

এএইচসিআই হলো সিলেটে ভারত সরকারের একটি প্রতিনিধি অফিস এবং এটি তার কনস্যুলার এখতিয়ারে (সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলা) ভিসা দেয়াসহ ভারতীয় নাগরিকদের বিভিন্ন সেবা দিয়ে থাকে। এএইচসিআই ভারতীয় হাইকমিশন, ঢাকার সাধারণ তত্ত্বাবধানে কাজ করে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন ঘিরে বাংলাদেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ চলছে।  রোবনার সহিংসতায় প্রায় ৭০ জন মারা গেছেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
টি আর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।