ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি, পরে আ.লীগ নেতা ও তার গাড়িচালককে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি, পরে আ.লীগ নেতা ও তার গাড়িচালককে হত্যা শহিদুল ইসলাম হিরণ

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ শহিদুল ইসলাম হিরণ ও তার গাড়িচালক আক্তার হোসেনকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর হিরণের লাশ শহরের কেন্দ্রস্থল পায়রা চত্বরে ঝুলিয়ে রাখা হয়।

 

সোমবার (৫ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১২ টার দিকে আন্দোলনকারীরা শহরের স্টেডিয়াম পাড়ায় অবস্থিত শহিদুল ইসলাম হিরনের বাড়িতে ভাঙচুর করতে যায়। সে সময় হিরণ আন্দোলনকারীদের লক্ষ্য করে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র দিয়ে ফায়ার করেন। এতে বেশ কয়েকজন আহত হয়। পরে আন্দোলনকারীরা তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় ও তার ব্যক্তিগত গাড়িচালক আক্তারকে কুপিয়ে জখম করে। আক্তারকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাড়ির ৩য় তলায় অবরুদ্ধ হয়ে পড়েন হিরণ। সন্ধ্যায় আগুনে পুড়ে মারা গেলে আন্দোলনকারীরা তার ঘরের দরজা ভেঙে তার লাশ বের করে শহরের কেন্দ্রস্থল পায়রা চত্বরে এনে ঝুলিয়ে রাখে। সেখান থেকে লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।