ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিক্ষা প্রতিষ্ঠান খুললেও আসছে না শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
শিক্ষা প্রতিষ্ঠান খুললেও আসছে না শিক্ষার্থী ফাইল ছবি

ঢাকা: রাজধানীর মিরপুর এলাকার শিক্ষা প্রতিষ্ঠান খুললেও এখনও তেমন দেখা মিলছে না শিক্ষার্থীদের।

মঙ্গলবার (০৬ আগস্ট) সকাল থেকে রাজধানীর মিরপুর এলাকা ঘুরে প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে একই চিত্র দেখা গেছে।

জানা গেছে, পরিবার থেকে সাহস না করার কারণে এখনও শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না শিক্ষার্থীরা। গতকাল (সোমবার, ০৫ আগস্ট) সরকার পতনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর সৃষ্টি হয়। অভিভাবকরা আতঙ্কিত হয়ে ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন না।

মনিপুর স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী রোহান জানায়, পরিবার থেকে এখনও স্কুলের পাঠানোর সাহস পাচ্ছে না। তাই আমরা এখন স্কুলে যেতে পারছি না। যতদিন পরিস্থিতির স্বাভাবিক না হবে, ততদিন আমরা বাসায়ই থাকবো।

এর আগে, বেশ কয়েকদিন ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলনের এক দফা দাবির মুখে সোমবার পদত্যাগ করেন শেখ হাসিনা। এনডিটিভি জানায়, সংঘাত ঠেকাতে না পারায় তাকে পদত্যাগ করার জন্য ৪৫ মিনিট সময় দেয় বাংলাদেশ সেনাবাহিনী। পদত্যাগের পর বেলা আড়াইটার দিকে বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন তিনি।

এদিকে, সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৪
এমএমআই/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।