ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াতে ইসলামীর আমির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৪
রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াতে ইসলামীর আমির

নীলফামারী: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।  

বুধবার (৭ আগস্ট) সকাল ১১টার পীরগঞ্জের জাফরপাড়ার বামনপুরে নিজ বাড়িতে শায়িত আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি।

 

এ সময় তিনি আবু সাঈদের বাব-মা, স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন ও সমবেদনা প্রকাশ করেন। নিহতের পরিবারকে নগদ এক লাখ টাকা ও তার পরিবারের পাশে সারা জীবন থাকার ঘোষণাও দেন তিনি।  

এছাড়া ছাত্র আন্দোলন ঘিরে সব হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে জানান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।  

এর আগে, পীরগঞ্জ জাফরপাড়া কামিল মাদরাসার মাঠে হেলিকপ্টার থেকে নেমে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তিনি। সমাবেশে দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে সবার প্রতি আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির। এ সময় আবু সাঈদের পরিবারের সদস্য, জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা-কর্মীসহ সমর্থকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।