ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে যুবলীগ নেতার বাসায় ডাকাতির অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
বরিশালে যুবলীগ নেতার বাসায় ডাকাতির অভিযোগ

বরিশাল: বরিশালের গৌরনদীতে বসতঘরের টিনের বেড়া ভেঙে যুবলীগ নেতার বাসার সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করা হয়েছে।

গৌরনদী উপজেলার গোবর্ধন গ্রামের যুবলীগ নেতা মানিক সরদারের বাসায় এ ঘটনা ঘটে।

রোববার (১১ আগস্ট) দুপুরে যুবলীগ নেতা মানিক সরদার সাংবাদিকদের বলেন, শনিবার দিবাগত গভীর রাতে বসতঘরের টিনের বেড়া ভেঙে ৬-৭ জন মুখোশধারী ব্যক্তি ঘরে প্রবেশ করে। এরপর আমাকে ঘরের মধ্যে খুঁজতে থাকে। আমাকে ঘরে না পেয়ে আমার মা, বাবা ও স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দুই লাখ টাকা, সাড়ে আটভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, গত ৯ আগস্ট রাতে আমার বসতবাড়ির পুকুরে পাঁচ লাখ টাকার মাছ লুট করে নেওয়া হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, বিষয়টি শুনেছি। থানার কার্যক্রম শুরু হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।