ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধানমন্ডিতে বাসায় ঢুকে লুটপাটের চেষ্টা, গ্রেপ্তার ১৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
ধানমন্ডিতে বাসায় ঢুকে লুটপাটের চেষ্টা, গ্রেপ্তার ১৩

ঢাকা: লুটপাট করার উদ্দেশ্যে বিশৃঙ্খলা ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দলবদ্ধ হয়ে ধানমন্ডিতে বুধবার রাতে জোর করে একটি বাসায় প্রবেশের চেষ্টার ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম। তাদের কাছ থেকে পাঁচটি লোহার রড ও পাঁচটি বাঁশের লাঠি জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মো. হাসিবুল হাসান (৩৩), মো. গোলাম মোরশেদ (৩২) মাহমুদুল হাসান শিমুল (২০), আবু সালেহ হিরন (২৬), রুবেল হাওলাদার (২৭), আজিজুল ইসলাম (২১), মাহফুজুর রহমান (২৬), মোস্তাফিজুর রহমান (২৬), ইয়াসিন আরাফাত (২০), মো. ইব্রাহিম (১৯), জিহাদ হোসেন (১৯), আব্দুল্লাহ আল মামুন (১৬) ও শেখ শাহরিয়ার আহমেদ (১৬)।

বুধবার দিবাগত রাতে ধানমন্ডির ১৩/এ রোডের ১৩ নম্বর বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে গ্রেপ্তার ১৩ জনসহ অজ্ঞাতনামা ৪/৫ জন ধানমন্ডির ১৩/এ নং রোডের ১৩ নম্বর বাসায় অর্থ, অলংকার, মূল্যবান জিনিসপত্র লুটপাট করার উদ্দেশ্যে বিশৃঙ্খলা ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দলবদ্ধভাবে জোর করে বাসাটিতে প্রবেশ করেন। তারা বাসায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওই বাসার সিকিউরিটি গার্ডদের মারধর করে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাসার কয়েকটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেন এবং বাসার কয়েকটি ফ্ল্যাটে কলিংবেল বাজান ও দরজা ভাঙার চেষ্টা করেন।

এ খবর পেয়ে ধানমন্ডি ৩২ নম্বর পুলিশ ফাঁড়ির একটি টিম দ্রুত সেখানে গিয়ে আশেপাশের বাসার সিকিউরিটি গার্ড ও রাস্তার পথচারীদের সহযোগিতায় ওই দুর্বৃত্তদের সেই বাসায় অবরুদ্ধ করে। এরপর ধানমন্ডি থানা পুলিশের টহলরত একটি টিম ও সেনাবাহিনীর টহলরত একটি টিম এসে তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় ভবনটির ম্যানেজার আব্দুল মান্নানের অভিযোগের প্রেক্ষিতে ধানমন্ডি থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা রুজু করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।