ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনী মডেল থানা পরিদর্শনে সেনা কর্মকর্তা ও এসপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৪
ফেনী মডেল থানা পরিদর্শনে সেনা কর্মকর্তা ও এসপি

ফেনী: ফেনীতে পুড়ে যাওয়া ফেনী মডেল থানা পরিদর্শন করেছেন সেনাবাহিনীর কুমিল্লা এরিয়া কমান্ডার মো. জেনারেল জাহাঙ্গীর আলম ও ফেনী পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

সোমবার (১২ আগস্ট) দুপুরে তারা ফেনী মডেল থানা, ট্রাফিক পুলিশ কার্যালয়সহ পুড়ে যাওয়া দৃশ্যগুলো ঘুরে দেখেন।

এ সময় ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমীন, পুলিশ পরিদর্শক মো. শফিকুর রহমান ও ট্রাফিক পরিদর্শক আনোয়ারুল আজিম উপস্থিত ছিলেন।  

এর আগে ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা ফেনী মডেল থানা, দাগনভূঞা থানা ও ছাগলনাইয়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৪
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।