ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বাংলানিউজের অফিস সহকারী জেমস সরকার আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
বাংলানিউজের অফিস সহকারী জেমস সরকার আর নেই জেমস সরকার

ঢাকা: অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের অফিস সহকারী জেমস সরকার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন), তার বয়স হয়েছিল ৪১ বছর।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাত ৩টার দিকে রাজধানীর মগবাজারে ভগ্নিপতির বাসায় পেটে তীব্র গ্যাসজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন জেমস।

তখনই হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

জেমস পাবনার ঈশ্বরদী উপজেলার রহিমপুর গ্রামের মৃত আব্দুস সামাদ সরকারের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দেড় বছরের এক কন্যা সন্তান রেখে গেছেন।

তার ভগ্নিপতি নাছির উদ্দীন জানান, রাতে খাবার খেয়ে জেমস ঘুমাতে যান। পেটে গ্যাসজনিত তীব্র অসুস্থতা দেখা দিলে তার স্ত্রী সবাইকে ডাকেন। দ্রুতই তাকে হাসপাতালে নিতে থাকলেও জেমস পথে মারা যান।

তার মরদেহ ঈশ্বরদীর রহিমপুরের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে জানাজার পর তাকে দাফন করা হবে।

বাংলানিউজ পরিবারের শোক

জেমস সরকারের আকস্মিক এ মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহার। তিনি এক বার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।