শরীয়তপুর: শরীয়তপুরের ডামুড্যা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে সাপ্তাহিক বার্তা বাজারের নির্বাহী সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদকে সভাপতি, দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি জাকির হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ডামুড্যা প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম খোকন, শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মাদ নান্নু মৃধা, সাংবাদিক কালাম সরদার, মিতালী শিকদার।
নবনির্বাচিত সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ ও সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান বলেন, আমরা কখনই বৈষম্য চাই না। আমরা চাই নিজেরা নিজেদের অধিকার সঠিক ভাবে পালন করতে। আমরা শুধু নিজেদের নয় জনগণের সঠিক কথা বা তাদের ভাবনা তুলে ধরতে কাজ করব।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
এসআরএস