ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে টিকটকারকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
টাঙ্গাইলে টিকটকারকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল: টাঙ্গাইলে মোতালেব হোসেন নামে এক টিকটকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

বুধবার (১৪ আগস্ট) গভীর রাতে সদর উপজেলার কৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত মোতালেব ওই এলাকার আমজাদ হোসেনের ছেলে।  

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, মোতালেব কৌতুক ও টিকটক বানাতেন। রাত সাড়ে ১১টার দিকে এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় ঘটনাস্থলে পৌঁছালে ১০/১৫ জন অস্ত্রধারী মোটরসাইকেলটির গতি রোধ করে। এসময় মোতালেব দৌড়ে পাশের একটি কচু খেতে পড়ে গেলে সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা চলে যায়।  
আজ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।