ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে যুবদলের ২ নেতাকে বহিষ্কার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
মানিকগঞ্জে যুবদলের ২ নেতাকে বহিষ্কার 

মানিকগঞ্জ: দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জে যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরের দিকে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এম এন ইসলাম সোহেলের স্বাক্ষরিত পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

সোমবার (১৯ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনের দপ্তর সম্পাদক।

বহিষ্কার হওয়া ব্যক্তিরা হলেন- জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজাউদ্দিন বুলবুল ও শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির।  

সংবাদ বিজ্ঞপ্তিতে সূত্রে জানা গেছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাদের সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ব্যক্তিদের অপকর্মের কোনো দায়-দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়।

এ ব্যাপারে জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু বলেন, বহিষ্কৃত যুবদলের দুই নেতার বিরুদ্ধে ভুক্তভোগী ওই ব্যক্তি জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের কাছে লিখিত অভিযোগ করেন। বিষয়টি যুবদলের কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হয়।  

অভিযোগ অস্বীকার করে সুজাউদ্দিন বুলবুল বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।  

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।