যশোর: রাজধানীর বসুন্ধরায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কালের কণ্ঠ, নিউজ২৪, বাংলানিউজসহ সাতটি গণমাধ্যমে দুর্বৃত্তের হামলার প্রতিবাদে যশোরে গণমাধ্যমকর্মীরা মানববন্ধন করেছেন।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকরা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে গণমাধ্যমকর্মীরা বলেন, গণমাধ্যমে হামলাকারীরা যেই হোক অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। গণমাধ্যমের ওপর হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
অবিলম্বে এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় না আনা হলে সাংবাদিকরা বৃহৎ পরিসরে রাজপথে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন তারা।
এ সময় বক্তব্য রাখেন, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টোকন, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক মো. আকরামুজ্জামান, সাংবাদিক নেতা তৌহিদ মনি, শিকদার খালিদ, মিলন রহমান ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান মনির।
মানববন্ধন পরিচালনা করেন, প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি মো. নূর ইসলাম।
এর আগে, সোমবার দুপুরে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কার্যালয়ে দুর্বৃত্তদের হামলার ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
ইউজি/এসআইএস