ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

৪ সিটির সংশ্লিষ্টদের সঙ্গে বসেছেন স্থানীয় সরকার উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
৪ সিটির সংশ্লিষ্টদের সঙ্গে বসেছেন স্থানীয় সরকার উপদেষ্টা

ঢাকা: ঢাকার দুই, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন সংশ্লিষ্টদের সঙ্গে বসেছেন স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ। নাগরিক সেবা নিশ্চিত করতে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হানিফ মিলনায়তনে নির্দেশনামূলক এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

বৈঠকে স্থানীয় সরকার উপদেষ্টাসহ চার সিটি কর্পোরেশনের প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট সব বিভাগের কর্মকর্তারা উপস্থিত আছেন।

তারা বিভিন্ন বিষয়ে তাদের কাজ করার নানা চ্যালেঞ্জ, সমস্যা, কর্মপদ্ধতির বিভিন্ন দিক তুলে ধরছেন। সিটি কর্পোরেশন অধিক্ষেত্রে বিভিন্ন নাগরিক সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ তাদের বিভিন্ন নির্দেশনা দেবেন।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এমএমআই/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।