ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফুটপাত সংস্কারে নতুন কিছু উদ্ভাবন করতে বললেন পল্লী উন্নয়ন উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
ফুটপাত সংস্কারে নতুন কিছু উদ্ভাবন করতে বললেন পল্লী উন্নয়ন উপদেষ্টা

ঢাকা: রাজধানীর ফুটপাত সংস্কারে নতুন কিছু উদ্ভাবন বা চিন্তা করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।  

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে ঢাকা উত্তর-দক্ষিণ, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনে নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে নির্দেশনামূলক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হানিফ মিলনায়তনে বৈঠকটি আয়োজন করা হয়েছে।

উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, রাস্তার পাশের ফুটপাতগুলো মেরামত জরুরি। ব্লক বা টাইলস দিয়ে ফুটপাত তৈরি করা হয়। কিছু দিন পরে সেই টাইলসের নিচের মাটি বা বালু সরে যায়। আরেকভাবে ফুটপাত ঢালাই তৈরি করা হয়। মাঝে মাঝে ইউটিলিটি সার্ভিস প্রদানের জন্য এসব ফুটপাত আবার খুড়ে ফেলতে হয়। ফলে সিটি কর্পোরেশন বা সরকারকে নতুন করে ফুটপাত সংস্কারের বরাদ্দ দিতে হয়। এই কারণে সরকারের টাকা অপচয় হচ্ছে। এজন্য ফুটপাত সংস্কারে সিটি কর্পোরেশনের প্রকৌশলীরা নতুন কিছু চিন্তা করেন।

এর আগে বৈঠকে চার সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টরা বিভিন্ন বিষয়ে তাদের কাজ করার নানা চ্যালেঞ্জ, সমস্যা, কর্মপদ্ধতির বিভিন্ন দিক তুলে ধরেন। এতে উপস্থিত রয়েছেন সিটি কর্পোরেশনগুলোর প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সব বিভাগের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এমএমআই/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।