ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

রাঙামাটি: ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সসহ বিভিন্ন গণমাধ্যমে হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছেন রাঙামাটিতে কর্মরত সাংবাদিকরা।  

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরের দিকে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে তীব্র বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধনে অংশ নেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, হামলকারীরা যতই শক্তিশালী হোক না কেন; তারা কেউ আইনের ঊর্ধ্বে নয়। অনতিলম্বে এসব দুর্বৃত্তের নামধারী সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানাই।

বক্তারা আরও বলেন, হামলা-ভাঙচুর চালিয়ে কেউ গণমাধ্যমের কার্যক্রম রুখে দিতে পারেনি, পারবেও না। গণমাধ্যম তার স্বকীয় বৈশিষ্ট নিয়ে এগিয়ে যাবে।  

গণমাধ্যমকর্মীদের আরও সাহসী এবং ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান বক্তারা।

এ সময় রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, প্রবীণ সাংবাদিক একেএম মকসুদ আহম্মেদ, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ফজলে এলাহি, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জেলা প্রতিনিধি মঈন উদ্দীন বাপ্পী, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি ফাতেমা জান্নাম মুমু, বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি মনসুর আহম্মেদ, চ্যানেল২৪ -এর জেলা প্রতিনিধি জিয়াউল হক, সময় টিভির জেলা প্রতিনিধি হেফাজত বারী সবুজসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।