ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন

মাগুরা: ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন জেলা সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাইদুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট শফিকুল ইসলাম শফিক, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাংবাদিক শামীম খান, যুগান্তরের জেলা প্রতিনিধি সাংবাদিক আবু বাসার আখন্দ, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ এর জেলা প্রতিনিধি সাংবাদিক রাশেদ খান, বাংলানিউজের জেলা প্রতিনিধি জয়ন্ত জোয়ার্দ্দার প্রমুখ।

বক্তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।  

বক্তারা বলেন, গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। সাংবাদিক হাউস ও সাংবাদিকদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্যে সরকারের প্রতি জোর দাবি জানাই।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।