ঢাকা, শনিবার, ৬ আশ্বিন ১৪৩১, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈদগাহ সংস্কার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, ইউপি সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
ঈদগাহ সংস্কার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, ইউপি সদস্য নিহত ছবি: সংগৃহীত

কুষ্টিয়া: কুষ্টিয়ায় গোস্বামী দূর্গাপুরে ঈদগাহ সংস্কার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মামুন (৪০) নামে একজন ইউপি সদস্য নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও ৪ জন।

আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২৪ আগস্ট) সকালে কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দূর্গাপুর এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহত মামুন ইবি থানার গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য এবং আসাননগর গ্রামের সাবেক ইউপি সদস্য হাবিল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে স্থানীয় ঈদগাহ সংস্কার নিয়ে গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান দবির উদ্দিন ও তার লোকজনের সাথে বর্তমান ইউপি সদস্য মামুনের সাথে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে মসজিদে ফজরের নামাজ শেষে ইউপি সদস্য মামুন ও তার লোকজন বাড়ি ফিরছিলেন। এসময় সাবেক চেয়ারম্যান দবির উদ্দিনের লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।  

সংঘর্ষে ইউপি সদস্য মামুন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।

সংঘর্ষ ও হত্যাকাণ্ডের বিষয়ে ইবি থানার (ওসি) মামুন রহমান বলেন, এলাকার পরিবেশ শান্ত রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেনি। মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।