ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবরোধ

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার গিলারচালা এলাকায় বকেয়া বেতন, হাজিয়া বোনাস ও বাৎসরিক লভ্যাংশের পার্সেন্টেজ বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে শ্রীপুর পৌরসভার গিলারচালা এলাকায় প্যারামাউন্ট টেক্সটাইল মিলস্ লিমিটেডের কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন।

কারখানার শ্রমিক ও এলাকাবাসী জানায়, প্যারামাউন্ট টেক্সটাইল মিলস্ লিমিটেড কারখানার কয়েক হাজার শ্রমিক বকেয়া বেতন, গত ঈদুল আজহার ৩ দিনের হাজিয়া বোনাস ও বাৎসরিক লভ্যাংশের পার্সেন্টেজ বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়ে হাজার হাজার যাত্রী। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।  

শ্রমিকরা আরও জানায়, কর্তৃপক্ষ এসব দাবিগুলোর প্রতি কোনো গুরুত্ব দিচ্ছে না। তাই কারখানার কয়েক হাজার শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। শ্রমিকরা যৌক্তিক দাবি নিয়ে বিক্ষোভ করছেন।

খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে সেনাবাহিনী শ্রমিকদের বুঝিয়ে কারখানার ভেতর নিয়ে যায় এবং বিষয়টি সমাধানের জন্য কর্তৃপক্ষের সাথে আলোচনা করছে। পরে বিকেল ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

প্যারামাউন্ট টেক্সটাইল মিলস্ লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. মাইনুদ্দিন বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে। এর আগে শ্রমিকরা মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেয়। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।