ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে কিশোরকে কুপিয়ে হত্যা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে কিশোরকে কুপিয়ে হত্যা  প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হাউস নগরে আব্দুল করিম (১৬) নামে এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ৯টার দিকে হাউস নগরের একটি নির্জন এলাকায় থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

আব্দুল করিম শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউস নগর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি তদন্ত) সুকোমল দেবনাথ জানান মনাকষা ইউনিয়নের হাউস নগর এলাকার একটি নির্জন এলাকায় এক কিশোরের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধারের পর শনাক্ত করে এবং ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

সোমবার দিবাগত রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তদন্ত চলমান রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

ওসি আরও জানান, নিহত কিশোরের গলা এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।