ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে নৌবাহিনীর পক্ষ থেকে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
ফেনীতে নৌবাহিনীর পক্ষ থেকে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ

ফেনী: ফেনীতে বন্যাদুর্গতদের জন্য মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ নৌ বাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে জেলার ফুলগাজী উপজেলার ফুলগাজী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে মেডিকেল ক্যাম্প ও পানির কারণে দুর্ভোগে থাকা পরিবারগুলোর মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এর আগে নৌ বাহিনীর প্রধান বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সেখানেও ত্রাণ বিতরণ করেন। এ সময় তাদের হাতে ত্রাণ সামগ্রীর চাল, চিরা, চিনি, ওষুধ স্যালাইন ও পানির প্যাকেট তুলে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।