ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশি আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশি আটক

পঞ্চগড়: পঞ্চগড়ের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৫৬। এছাড়া এসময় একজন দালালকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোর ৪টার দিকে উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাপদীগছ এলাকায় নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন শুকানী বিওপির টহল দল তাদের আটক করে।

সকালে ৫৬ বিজিবি শুকানী বিওপির ল্যান্স নায়েক সওকত হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

আটক নয়জন হলেন- দিনাজপুরের খানসামা উপজেলার বিনষপুর গ্রামের মদন দাসের ছেলে রমেশ দাস (৩৮), রমেশের ছেলে পল্লব দাস (১২), সুশীল দাসের ছেলে প্রশান্ত দাস (১০), মদন দাসের ছেলে সুশীল দাস (৩৯), অধীর দাসের মেয়ে পাতলী রানি দাস (৩৪), অধীকান্ত দাসের মেয়ে আরতী দাস (৩৭), সুশীল দাসের মেয়ে সুবর্ণা দাস (১৮), অলিল দাসের ছেলে পরিমল দাস (২৮) এবং পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাপদীগছ গ্রামের ইসলাম আলীর ছেলে সাইদুল ইসলাম হনু (৪৪)। তাদের সাইদুল দালাল বলে জানা গেছে।

ল্যান্স নায়েক সওকত হোসেন বাংলানিউজকে বলেন, বাংলাদেশি কয়েকজন নারী-পুরুষ ও শিশু ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। খবর পেয়ে আমাদের বিওপির ছয় সদস্যের একটি দল সীমান্ত পিলার ৭৩৯/৪-এস এর বাংলাদেশের অভ্যন্তরে গোলাপদীগছ নামক গ্রাম থেকে তাদের আটক করে। পরে স্থানী একজনের বাড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদের শুকানী বিওপিতে আনা হয়। আটক নয়জনের মধ্যে একজন দালাল রয়েছেন। জানা গেছে, একই দিন রাতে তারা গোলাবদীগছ গ্রামে অবস্থান নিয়েছিলেন। তবে কি কারণে তারা বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছিলেন তা জানা যায়নি। তাদের তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাদের নামে অনুপ্রবেশের চেষ্টার মামলা হবে।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।