ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘শিগগিরই বন্যার্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৪
‘শিগগিরই বন্যার্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে’ কথা বলছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই-আজম।

ফেনী: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই-আজম বলেছেন, ক্ষয়ক্ষতি নিরূপণ করে শিগগিরই বন্যার্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।  বন্যা পরবর্তী পুনর্বাসনে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে।

 

রোববার (১ সেপ্টেম্বর) ফেনী জেলা প্রশাসন কার্যালয়ে চলমান বন্যা পরিস্থিতির মূল্যায়ন এবং ত্রাণ তৎপরতার সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, তরুণরা মেধা ও বুকের রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে। তরুণরা যে স্বাধীনতা এনেছে তা সবাই মিলে গড়তে হবে।  

পুলিশের বিষয়ে তিনি বলেন, পুলিশকে ব্যবহার করা হয়েছে, কিছু পুলিশ স্বপ্রণোদিতভাবেও ব্যবহার হয়েছে। স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়েছে। এখন সবার দায়িত্ব দেশ গড়ার।  

এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম,কুমিল্লা ক্যান্টনমেন্টের জিওসি মো. জাহাঙ্গীর আলম।  
সভাপতিত্ব করেন ফেনী ফেনী জেলা প্রশাসক মুসাম্মৎ শাহীনা আক্তার।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২৪
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।