ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাফনদীতে ১ লাখ ২০ হাজার ইয়াবা ফেলে পালালেন পাচারকারী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৪
নাফনদীতে ১ লাখ ২০ হাজার ইয়াবা ফেলে পালালেন পাচারকারী

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে এ অভিযান চালানো হয়।



টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ  মিজজীর জোড়া এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকবে। গোপন সূত্রে এমন খবর পেয়ে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় টহলদল দুই ব্যক্তিকে নাফনদীতে সাঁতরিয়ে পার হয়ে বাংলাদেশের জলসীমায় আসতে দেখে। তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় টহলদল তাদের চ্যালেঞ্জ করে। বিষয়টি বুঝতে পেরে কয়েকটি পোটলা নদীতে ভাসিয়ে দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে এই  পোটলার ভেতরে দুইটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের শনাক্ত করার জন্য গোয়েন্দা কার্যক্রম চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৪
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।