ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৪
বগুড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বগুড়া: বগুড়ার সোনাতলা উপজেলায় দুলাল হোসেন (৩৩) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।  

শনিবার (০৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার দিঘদাইড় ইউনিয়নের সৈয়দ আহমেদ কলেজ বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুলাল হোসেন ওই এলাকার সাফাত আলীর ছেলে।

পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এক গৃহবধূর সঙ্গে দুলালের পরকীয়ার সম্পর্ক ছিল। এর জের ধরে তাকে হত্যা করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে হত্যাকারীকে শনাক্ত করেছে পুলিশ। তাকে আটক করার চেষ্টা চলছে।  

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা জানান, রোববার মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।