ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কলেজছাত্রকে মারপিট: সাবেক এমপি তানভীরসহ ২০০ জনের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৪
কলেজছাত্রকে মারপিট: সাবেক এমপি তানভীরসহ ২০০ জনের নামে মামলা তানভীর ইমাম (সংগৃহীত ছবি)

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়ামী লীগ সরকার পতনের দুদিন পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী মো. শামীম রেজাকে (২১) মারপিটের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচটি ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমামসহ জ্ঞাত-অজ্ঞাত মিলে আওয়ামী লীগের ২০০ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) উল্লাপাড়া পৌর এলাকার ঝিকিরা গ্রামের বাসিন্দা ভিকটিমের বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০-১৫০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলায় সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম, সাবেক পৌর মেয়র এসএম নজরুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদির রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুর রহমান উজ্জ্বলসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, পৌর কাউন্সিলরদের আসামি করা হয়েছে।  

মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ভিকটিম মো. শামীম রেজা অগ্রণী ভূমিকা পালন করেন। ০৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ০৭ আগস্ট দুপুর ১টার দিকে উল্লাপাড়া পুরাতন বাসস্ট্যান্ড আকবর আলী কলেজের বাউন্ডারির সামনে দাঁড়িয়ে ছিলেন শামীম রেজা। এ সময় পূর্বপরিকল্পিতভাবে আসামিরা লোহার রড, দা, ছুরি, হাসুয়া, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর আক্রমণ করে। ১ নম্বর আসামি সাবেক এমপি তানভীর ইমামের নির্দেশে অন্যান্য আসামিরা শামীমকে হত্যার উদ্দেশে এলোপাতাড়ি মারপিট করে এবং দেশীয় অস্ত্রের আঘাতে জখম করে। এক পর্যায়ে ভিকটিমকে মৃত ভেবে আসামিরা চলে যায়। পরে স্থানীয়রা শামীমকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়।  

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, কলেজছাত্র শামীমকে মারপিটের অভিযোগে রোববার এমপি তানভীর ইমামসহ ৫০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। পুলিশ মামলাটির তদন্ত শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।