ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভারতে পাচারের সময় মিরসরাই সীমান্তে ইলিশ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৪
ভারতে পাচারের সময় মিরসরাই সীমান্তে ইলিশ জব্দ

ফেনী: ভারতে পাচারের সময় দুই বক্সে রাখা ১৮ পিস ইলিশ মাছ জব্দ করেছেন ফেনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার (৮ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ১১টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মিরসরাইয়ের করেরহাটের অলিনগর (আমলীঘাট) এলাকায় বিজিবির টহল দলের সদস্যরা এসব ইলিশ জব্দ করে।

অলিনগর বিজিবি ক্যাম্প কমান্ডার খুরশিদ আলম জানান, অলিনগর বিওপির নিয়মিত টহল দলের কমান্ডার হাবিলদার হোসেন মিয়ার নেতৃত্বে টহল পরিচালনা করার সময় রোববার দিনগত রাত আনুমানিক সোয়া ১১টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অলিনগর (আমলীঘাট, ফেনী নদীর পাড়ে) মেইন পিলার নং ২২০২এর ৪ আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুটি বক্সে করে ১৮ পিস বাংলাদেশি ইলিশ ভারতে পাচারের সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মাছগুলো ফেলে পালিয়ে যান।

মালিক বিহীন মাছের বক্স দুটি জব্দ করে ক্যাম্পে নিয়ে আসা হয়। পরে সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে অলিনগরে নিলামে মাছগুলো ২১ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয়। অবৈধভাবে অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে আমলীঘাট, ফেনী নদীর পাড়ে টহল আরও জোরদার করা হবে বলেও জানান ক্যাম্প কমান্ডার খুরশিদ আলম।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২৪
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।