ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাড়িতে পুলিশ দেখে স্ত্রীকে রেখে পালালেন মাদককারবারি স্বামী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
বাড়িতে পুলিশ দেখে স্ত্রীকে রেখে পালালেন মাদককারবারি স্বামী আটক মাদককারবারির স্ত্রী

বরিশাল: বরিশালে বসতঘরে অভিযান চালিয়ে দুইশ’ বোতল ফেন্সিডিলসহ এক নারীকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার মাদককারবারি স্বামী এক সহযোগীকে নিয়ে পালিয়ে যায়।

আটক মোসা. ফাতেমা আক্তার বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানাধীন রায়পাশা ইউনিয়নের দক্ষিণ কড়াপুর এলাকার বাসিন্দা ফারুক হাওলাদারের স্ত্রী।

বিষয়টি বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এসআই তানজিল।

তিনি জানান, বিএমপি গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. ছগির হোসেনের নেতৃত্বে বুধবার মধ্যরাতে মোসা. ফাতেমা আক্তারের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোসা. ফাতেমা আক্তারের হেফাজত হতে দুইশত বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।  

এসআই আরও জানান, এ সময় পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কেনাবেচার সঙ্গে সম্পৃক্ত অপর দুজন পালিয়ে যায়। তারা হলেন - মধ্যে ফাতেমার স্বামী  ফারুক হাওলাদার ওরফে মাহাবুব হোসেন এবং তাদের সহযোগী মো. নুরুজ্জামান খান ওরফে শাকিল খান ওরফে সেন্টু ব্যাপারী।

এ ঘটনায় আটক ও পলাতক দ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন গোয়েন্দা শাখার এ পুলিশ পরিদর্শক।  

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
এমএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।