ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘গুলির নির্দেশদাতা’ সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
‘গুলির নির্দেশদাতা’ সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কিশোরগঞ্জ সদরে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের নির্দেশদাতা মো. মাজহারুল ইসলাম মাসুদকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)

গ্রেপ্তার মো. মাজহারুল ইসলাম মাসুদ কিশোরগঞ্জ সদরের দানাপাটুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এ এস পি আ ন ম ইমরান খান বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।  

তিনি জানান, ৪ আগস্ট কিশোরগঞ্জ সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর অস্ত্র হাতে গুলিবর্ষণের জন্য অস্ত্রধারীদের নির্দেশ দেন কিশোরগঞ্জ সদরের দানাপাটুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম মাসুদ।  

তার নির্দেশেই সেখানে গুলি চালান অস্ত্রধারীরা। ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট হাসিনার সরকারের পতনের পর থেকে তিনি পলাতক থেকে জীবন-যাপন করছিলেন।  

পরে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে রোববার তাকে গ্রেপ্তার করে র‍্যাব। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
এসজেএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।