ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ১২০১ বোতল ফেনসিডিল জব্দ, পুলিশ কর্মকর্তাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
ঝিনাইদহে ১২০১ বোতল ফেনসিডিল জব্দ, পুলিশ কর্মকর্তাসহ আটক ৩

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে পুলিশের এক এসআইসহ তিনজনকে ফেনসিডিলসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে ঝিনাইদহ র‌্যাব-৬।

এর আগে সোমবার রাত দেড়টার দিকে হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের এইআই সাজ্জাদুর রহমান, মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের মৃত সিদ্দিক সর্দারের ছেলে সোহের আলী ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দোয়ারপাড়া গ্রামের ফিরোজ আলীর ছেলে ফারুক হোসেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. শাহীন উদ্দিন এতথ্য নিশ্চিত করেছেন।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাঈম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, হাটগোপালপুর এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব। এসময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১২০১ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিদের সদর থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।