ঢাকা, শনিবার, ৬ আশ্বিন ১৪৩১, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আইনের শাসন রক্ষায় প্রধান উপদেষ্টাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
আইনের শাসন রক্ষায় প্রধান উপদেষ্টাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি

বরিশাল: জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার, নিহত-আহতদের তালিকা তৈরি করে পাচারকারী-ঋণ খেলাপিদের বিচার ও টাকা উদ্ধার, মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য, সংখ্যালঘু সম্প্রদায়, মাজারসহ বিভিন্ন স্থাপনার ওপর আঘাত-ভাঙচুরের বিরুদ্ধে কার্যকর ভূমিকা গ্রহণের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বরিশাল জেলা কমিটির উদ্যোগে শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় বরিশাল নগরের সদর রোডে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা কমিটির সভাপতি মিজানুর রহমান সেলিমের সভাপতিত্বে ও তুষার সেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- জেলা কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার, জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট এ কে আজাদ, বরিশাল মহানগর সদস্য হায়দার শরীফ ও জেলা কমিটির সদস্য নুর হোসেন হাওলাদার।

সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট লুটেরা সরকারের পতন হয়েছে বটে, বিপরীতে এখন আরেক লুটেরা তৈরি হয়েছে যারা হাট, বাজার, ঘাট দখল করছে। প্রশাসন ব্যবস্থা ভেঙে পড়ায় ইচ্ছা অনুযায়ী মানুষ পিটিয়ে হত্যা করছে। সংখ্যালঘুদের ওপর হামলা, উপসনালয় ভাঙচুর ও জমি দখল এসবের বিষয়ে কার্যকরী পদক্ষেপ না নিলে দেশ পিছিয়ে যাবে। আইনের শাসন রক্ষায় প্রধান উপদেষ্টাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তোলেন।

তারা আরও বলেন, ৭১ এর মুক্তিযুদ্ধে লক্ষাধিক মানুষের রক্তের বিনিময় দেশ স্বাধীন হওয়ার পরও গণতান্ত্রিক অসম্প্রদায়িক দেশ প্রতিষ্ঠিত করতে পারেনি। শেখ হাসিনা এ দেশে পুঁজিবাদী দুঃশাসন ব্যবস্থা কায়েম করেছে, আর এ দেশের ছাত্র-জনতা শেখ হাসিনার দুঃশাসনের পতন ঘটিয়েছে। এখন একটি গণতান্ত্রিক অসম্প্রদায়িক দেশ গড়াই আমাদের লক্ষ্য হওয়া উচিত।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের সম্মুখে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।