ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাটখিলে নিখোঁজ দিনমজুরের মরদেহ মিলল বিলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
চাটখিলে নিখোঁজ দিনমজুরের মরদেহ মিলল বিলে

নোয়াখালী: নোয়াখালীর চাটখিলে নিখোঁজ হওয়ার দুদিন পর স্থানীয় একটি বিল থেকে মিজানুর রহমান মহিন (৫০) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের কেশুরবাগ এলাকার কাজীবাড়ির পূর্ব পাশের বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত মহিন পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার বাসিন্দা। তবে তাৎক্ষণিক পুলিশ নিহতের পিতার নাম জানাতে পারেনি। তবে তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন বলে জানান স্থানীয়রা।  

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক জানান, প্রাথমিকভাবে এটা হত্যাকাণ্ড মনে হচ্ছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন থাকতে পারে। তবে শরীর ফুলে যাওয়ায় সঠিক ভাবে বুঝা যাচ্ছে না। লাশের ময়নাতদন্ত করলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

স্থানীয়রা জানায়, গত ২০ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন মহিন। বিষয়টি তার স্বজনেরা পুলিশকে অবহিত করে। রোববার সকাল ৯টার দিকে উপজেলার কেশুরাবগ এলাকার একটি বিলের মাঝখানে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে নিহত ব্যক্তির শ্বশুর বাড়ির লোকজন তাকে মহিন বলে শনাক্ত করেন।

পুলিশ ও স্থানীয়রা আরও জানান, ভিকটিমের শ্বশুরবাড়ি চাটখিল উপজেলার গোবিন্দপুর গ্রামের জমাদ্দার বাড়ি। কিছুদিন আগে ভিকটিম তার শ্বশুর বাড়ির পার্শ্ববর্তী লিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর থেকে দেড় লাখ টাকা ধার নেয়। ওই টাকা এখনো পরিশোধ করা হয়নি। ভিকটিমের আত্মীয় স্বজনের ধারণা টাকা সংক্রান্ত বিষয় নিয়ে ভিকটিমকে মারধর করে হত্যার পর মরদেহ বিলের মধ্যে ফেলে রাখতে পারে।

ওসি ইমদাদুল হক আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের গ্রেপ্তার চেষ্টা চালাচ্ছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।