ঢাকা, রবিবার, ৭ আশ্বিন ১৪৩১, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর সুস্থতা কামনায় খুলনায় দোয়া মাহফিল 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর সুস্থতা কামনায় খুলনায় দোয়া মাহফিল 

খুলনা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি, দৈনিক সংগ্রাম-এর বিশেষ প্রতিনিধি ও চিফ রিপোর্টার রুহুল আমিন গাজীর আশু সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাব এর হুমায়ুন কবীর বালু মিলনায়তনে খুলনা প্রেসক্লাবের উদ্যোগে  এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক সাধারণ সম্পাদক ও বিএফইউজে’র  সাবেক নির্বাহী কমিটির সদস্য এইচ এম আলাউদ্দিন।

দোয়া মাহফিলে খুলনা প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, আহবায়ক কমিটির সদস্য শেখ দিদারুল আলম, মিজানুর রহমান মিল্টন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর, প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম, এমইউজের কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, সাংবাদিক নেতা এরশাদ আলী, মোজাম্মেল হক হাওলাদার, জাহিদুল ইসলাম, কামরুল আহসান,  ক্জাী শামীম আহমেদ, মাকসুদ আলী, শেখ শামসুদ্দিন দোহা, মো. আব্দুল্লাহ, নাজমুল হক পাপ্পু, কামরুল হোসেন মনি, আশফাকুর রহমান কাজল,  মো. আলমগীর করীর রুবেল, মো. বেল্লাল হোসেন সজল, মো. আব্দুল হামিদ, বশির হোসেন, সাইফুল্লাহ তারেক, মাশরুর মোর্শেদ সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী মূলত একটি কিডনি নিয়েই চলছিলেন। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে দীর্ঘ কারাবাসে তার শরীরে তৈরি হয় নানা জটিলতা। সে জটিলতা সামলে উঠতে সময় যাচ্ছে হাসপাতালের বেডে। ব্যাক পেইন, উচ্চ ডায়াবেটিস, শরীরে সোডিয়াম-ক্যালসিয়ামের অস্বাভাবিক ঘাটতিসহ নানা রোগে গুরুতর অসুস্থ তিনি। রাজধানীর ঢাকার বিআরবি হাসপাতালের বেডে এখন তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন। থাইল্যান্ডে চিকিৎসা নিতে যাওয়ার পরিকল্পনা থাকলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এ মুহূর্তে বিদেশ নেওয়া যাচ্ছে না। ফলে বাংলাদেশেই চিকিৎসা নিতে হচ্ছে। তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪ 
এমআরএম/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।