ঢাকা, রবিবার, ৭ আশ্বিন ১৪৩১, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে মামুন হত্যা: সাবেক মেয়রসহ আ.লীগের ৩ নেতা আসামি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
খাগড়াছড়িতে মামুন হত্যা: সাবেক মেয়রসহ আ.লীগের ৩ নেতা আসামি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় সংঘর্ষের পর ঘরবাড়ি ও দোকানপাটে আগুন দেওয়া হয়

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে মামুন (৩০) নামে এক যুবককে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় তিনজনের নাম উল্লেখসহ ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

নিহত যুবক মামুনের স্ত্রী মুক্তা আক্তার বাদী হয়ে সদর থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা।

মামলায় উল্লেখিত আসামিরা হলেন, জেলা সদরের শালবাগান এলাকার মো. শাকিল, খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র মো. রফিকুল আলম এবং তার ছোট ভাই জেলা আওয়ামী লীগের সাংগঠনিক দিদারুল আলম।

গত বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোরে চোর সন্দেহে জেলা সদরে মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার প্রতিবাদে পরের দিন দীঘিনালায় প্রতিবাদ সমাবেশ করার সময় হামলা, গুলি ও স্থানীয় দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ওই দিন রাতে জেলা শহরের স্বনির্ভর এলাকায় সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ মূল দলের গোলাগুলিতে ৩ জন নিহত হন। আহত হন ৯ জন। পরের দিন এ ঘটনার প্রভাব পড়ে রাঙামাটিতে। সেখানেও পাহাড়ি-বাঙালি সহিংসতার ঘটনা ঘটে এবং একজন নিহতসহ অনেকে আহত হন।

এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নানান গুজবে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। তবে নতুন করে আর কোনো সংঘাতের ঘটনা না ঘটলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।