ঢাকা, সোমবার, ৮ আশ্বিন ১৪৩১, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১২ দফা দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
১২ দফা দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর: ১২ দফা দাবি নিয়ে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ করেছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে ওই এলাকার গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ ও অবরোধ করে।

কারখানার শ্রমিক, পুলিশ ও এলাকাবাসী জানায়, বাঘের বাজার এলাকায় গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিকরা সকালে কারখানায় যায়। একপর্যায়ে তারা কাজ শুরু না করে হাজিরা বোনাস, টিফিন বিল, নাইট বিলসহ ১২টি দাবি জানায়।  

এ সময় কারখানা কর্তৃপক্ষ তাদের ৮টি দাবি মেনে নেয়। কিন্তু বাকি চাকরি দাবি মেনে না নেওয়ায় কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচলের বিঘ্ন হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গাজীপুর শিল্প পুলিশের (বাঘের বাজার জোন) পরিদর্শক সুমন মিয়া জানান, সকাল থেকে শ্রমিকরা মহাসড়কে আন্দোলন করছেন। এতে চান্দনা চৌরাস্তা থেকে মাওনা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।