ঢাকা, সোমবার, ৮ আশ্বিন ১৪৩১, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যমুনায় ধরা পড়ল ৩৮ কেজি ওজনের বাঘাইড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
যমুনায় ধরা পড়ল ৩৮ কেজি ওজনের বাঘাইড়

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৩৮ কেজি ওজনের বাঘাইড় মাছ।  

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার সয়দাবাদ এলাকায় যমুনা নদীর ঘাটে বাঘাইড় মাছটি ধরা পড়ে।

 দুপুরে কড্ডার মোড় এলাকায় মাছটি কেটে বিক্রি করা হয়।  

স্থানীয়রা জানায়, কড্ডার মোড় এলাকায় মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম বাঘাইড় মাছটি বাজারে তোলেন। দুপুরের দিকে মাছটি কেটে বিক্রি করেন তিনি। প্রতি কেজি ১০০০ টাকা মূল্যে বিক্রি করা হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসব মাছ কিনে নেয়।

কড্ডার মোড় এলাকার ব্যবসায়ী ও সমাজকর্মী টুক্কু মুক্তার এসব তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।