ঢাকা, সোমবার, ৮ আশ্বিন ১৪৩১, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮৬৬, দুই মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮৬৬, দুই মৃত্যু

ঢাকা: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময় সারা দেশে ৮৬৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন- বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৫, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২১, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৬৭, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৭০, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৪৮, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৮৫, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৬, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৪, রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৮ ও সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২ জন।

২৪ ঘণ্টায় সারা দেশে ৯১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর মোট ২১ হাজার ৯৯৬ জন ছাড়পত্র পেয়েছেন।     

চলতি বছরের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৯০০ জন। এর মধ্যে ৬২ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৩ শতাংশ মহিলা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ১৩৩ জন এ রোগে মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
আরকেআর/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।